
সাইম মাহমুদ জনি ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি;- সিলেটের জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়ার যুধিষ্ঠপুর নির্মানাধীন মসজিদ ও মাদ্রাসার কাজ চলামান। দীর্ঘদিন পর্যন্ত এই অঞ্চলে ছিলনা কোনো মাদ্রাসা ছিল এই ছোট খাটো এই মাদ্রাসাটি কিন্তুু আর্তিক সংকটের কারনে এরকম চলছিল বছরের পর বছর। অবশেষে আল্লাহ তায়ালা অশেষ মেহেরবানিয়ে শুরু হলো কাজ। কিন্তুু এলাকার সহ প্রবাসিদে যে টাকাটা উটেছে তা এই ব্যয়বহুল কুলিয়েছে উটা সম্ভব কতৃপক্ষের কাছে কঠিন হয়ে উটতেছে। ৩১ অক্টোবর আছরের নামাযের পর এলাকার সহ গন্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল-হুসেইন কে জরুরি সবা এবং দোয়ার আয়োজন করা হয়।
এসময় বক্তব্যে উপজেলা সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল-হুসেইন বলেন এই অঞ্চলে এখন পযন্ত কোনো মাদ্রাসা নেই বলে অনেক শিক্ষার্থী আজ ইসলামি শিক্ষা থেকে বঞ্চিত। তাই এই অঞ্চলে কথা ভেবে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি তার বক্তব্যে সবার কাছে উদার মনে সাহায্যে হাত বারি দিতে আহবান জানান। (কেউ সাহায্য করতে চাইলে যোগাযোগ করবেন প্রতিনিধির মাধ্যমে ০১৮৮৮৫৬১০৪৪)