
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননা এবং দেশব্যাপী অব্যাহত গুম, খুন, ধর্ষণ, পুলিশী নির্যাতন ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীনতার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ রবিবার বিকেলে ছাত্র জমিয়ত শেওলা ইউনিয়ন শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় ছাত্রনেতারা শেওলা জিরো পয়েন্টে একটি বিক্ষোভ মিছিল বের করে। ছাত্র জমিয়ত শেওলা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা খালেদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং মাওরানা জাকারিয়া বকর ও আব্দুল কাদির রিপন এর যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জামেয়া মেওলা মাদ্রাসার শিক্ষক মাওলানা আমজাদ হোসেন ফরহাদ, শেওলা ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা ফয়জুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক হাফিজ মাওলানা রুহুল আমিন খান প্রমুখ।
সভায় বক্তরা বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে যে ব্যঙ্গচিত্র প্রদর্শন করে মুসলমানদের কলিজায় হাত দিয়েছে সেজন্য তাকে বিশ্ব দরবারে করজোড়ে ক্ষমা চাইতে হবে। অন্যথায়, বাংলাদেশে সরকারকে উদ্যোগ নিয়ে ফ্রান্সের সকল পণ্য বাংলাদেশ থেকে বয়কট করতে হবে। বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের হাইকমিশনকে এ দেশ থেকে বিতাড়িত করতে হবে। বক্তারা এই আন্দোলনের সাথে সকল যুক্ত হয়ে ইমানী দায়িত্ব পালনের উদাত্ত আহবান জানিয়ে বলেন, মুসলিম হয়ে যদি আমাদের পেয়ারা নবীর অপমানে কারো হৃদয়ে নাড়া না দেয়, তবে নিজেকে মুসলিম বলে মুসলিম নামক শব্দটাকে কলংকিত করবেন না। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র নেতা আশরাফ হোসেন, আরশাদ জাফরী, এবাদুর রহমান, মামুনুর রশীদ, আব্দুল হালিম রাজু, জাহিদ আহমদ, কামিল আহমদ প্রমুখ।