
পরীক্ষার পর দীর্ঘ দশ মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও ফলাফলের দেখা পাচ্ছে না ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদরাসাসমূহের শিক্ষার্থীরা। রেজাল্ট নিয়ে এক ধরনের গড়িমসিতে দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। এতে করে সরকারি-বেসরকারি চাকুরিতে আবেদন করতে না পারা, সেজনজটের আশঙ্কা বাড়ছে তাদের মাঝে। শিক্ষার্থীরা জানান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল অনার্স ১ম, ২য়, ৩য় এবং ৪র্থ বর্ষ পরীক্ষা- ২০১৯ পরীক্ষা শেষ হয়েছে গত বছরের ডিসেম্বরের ৮ তারিখে। এরপর দীর্ঘ ১০ মাস ২১ দিন সময় পার হলেও শিঘ্রই ফল প্রকাশের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। এমন অবস্থায় অনার্স শেষ বর্ষের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বলে অভিযোগ তাদের। শিক্ষার্থীরা বলছেন, ফলাফল প্রকাশে এমন দীর্ঘ সূত্রিতার ফলে বিভিন্ন চাকুরিতে আবেদন করা থেকে পিছিয়ে পড়াসহ শিক্ষার্থীদের মাঝে হতাশাও বাড়ছে।