
চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন কভিড-১৯ উপসর্গ নিয়ে মঙ্গলবার সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, পরীক্ষার পর রাতে তার সংক্রমণ ধরা পড়ে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির পাঁচলাইশের পার্কভিউ হাসপাতালে চিকিসাধীন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে নাছিরের নমুনা পরীক্ষা করানো হয়।
কয়েকদিন ধরে নাছির জ্বরে ভুগছিলেন বলে তার ব্যক্তিগত সহকারী রায়হান ইউসুফ জানান।তিনি দুপুরে বলেছিলেন, “সাবেক মেয়র কয়েকদিন ধরে জ্বরে ভুগছেন। চেকআপের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।” গত ৫ অগাস্ট সাবেক হওয়া মেয়র আ জ ম নাছির করোনাভাইরাস মহামারীর সময়ে দল ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে নিয়মিত অংশ নিয়ে আসছেন।