
সুনামগঞ্জের দিরাই বাসটেন্ডে একটি গাড়ী আগুন দিয়ে জ্বালিয়ে ভস্মীভূত করছে দুরবৃত্তরা। স্থানীয় মানুষজন ও গাড়ী চালকেরা জানান, আজ বুধবার বিকেলে ৩ টায় দিরাই বাসটেন্ডে সিলেট ন, ১১-১৮-২২ একটি টাটা ফিকআপ গাড়ীতে আগুন দেখে মানুষজন ভীর করেন। পরে শতাধিক মানুষজন মিলে আগুন নিয়ন্ত্রণ আনেন। গাড়ীর মালিক হারুন মিয়া জানান, আমি গাড়ীটি মেরামতের জন্য দিরাই পেট্রোল পাম্পের পাশে রাখি। আজ আমি আমার বাসায় অবস্থা কালে কে বা কারা আমার শেষ সম্ভল গাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
আমি এই কুচক্রী মহলের সদস্যেদের আইনের আওতায় আনার জন্য দিরাই উপজেলা প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করছি। একাধিক গাড়ী চালক ও ম্যানেজারেরা জানান, বিগত কয়েকমাস ধরে আমাদের দিরাই বাসটেন্ডে একের পর বিভিন্ন গাড়ী থেকে ব্যাটারি সহ মূল্যবান জিনিস চুরি হচ্ছে। আমাদের চালকদের প্রাণে দাবী প্রশাসন যেন এই চোর চক্রদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেন।
দিরাই উপজেলা ট্রাক ও ফিকঅাপের ম্যানেজার ফারুক মিয়া, বলেন, আমাদের শান্ত বাসটেন্ডকে অশান্তিতে পরিনত করতে একটি কুচক্রী মহল পায়তারা করছে। আজ যদি আমরা এই গাড়ীর আগুন নিয়ন্ত্রণ না করতাম তাহলে সমস্ত বাসটেন্ড ও গাড়ী গুলো পুড়ে ছারখার হতো। এব্যাপারে দিরাই থানার ওসি আশরাফুল আলম , আগুন লাগার বিষয়টি সত্যতা শিকার করে বলেন,দিরাই থানা পুলিশ পরিদর্শন করছে।