
কক্সবাজার জেলা মহেশখালীতে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসে ব্যানার সহকারে অংশ গ্রহণ করেন মহেশখালী ফ্রেন্ডস এসোসিয়েশন । মহেশখালী উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসের বিভিন্ন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নীরেন্দ্র চন্দ্র পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা গোলাম মাসুদ কুতুবী, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ছালেহ আহমদ। এসময় আরো উপস্থিত ছিলেন, মহেশখালী ফ্রেন্ডস এসোসিয়েশনের সভাপতি মাষ্টার আবদুল গফুর, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, আলম পাশা, প্রচার সম্পাদক মাষ্টার আবু ছিদ্দিক, ক্যাশিয়ার মাষ্টার ছলিম উল্লাহ, মাষ্টার নাছির উদ্দিন, গোলাম কুদ্দুছ, ইছমাইল বাবুল।
উল্লেখ্য যে, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কঠিন পরিস্থিতিতে স্থানীয় জনসাধারণের মাঝে মহেশখালী ফ্রেন্ডস এসোসিয়েশনের পক্ষ থেকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। পাশাপাশি সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচল ও আসন্ন শীত মৌসুমে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপের আশংকায় সবাইকে নিরাপদ ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন মহেশখালী ফ্রেন্ডস এসোসিয়ে