
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পিকআপভ্যান ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত ও ৩ যাত্রী আহত হয়েছেন।শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার পিএবি সড়কের ঝিওরী মাজার গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত মোহাম্মদ জসিম উদ্দিন (৩৫) আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী গ্রামের মৃত মাওলানা নুর আহমদের ছেলে।আহতরা হলেন- লোকমান হাকিম (৪০), মোহাম্মদ শাহাদত (২২) ও আরাফাত হোসেন সিরাজী (৩৫)। তাদের প্রত্যেকের বাড়ি আনোয়ারা উপজেলায়