
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সমিতিরহাট ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ফটিকছড়ির সমিতিরহাট বাজার চত্বর থেকে জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬নভেম্বর) সকালে জুলুছটি সমিতিরহাট ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে সমিতিরহাট বাজার চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
ছাত্রনেতা ফরহাদুল ইসলামের সভাপতিত্বে ও মিজানুর রহমান মুন্নার সঞ্চালনায় সভায় অংশ নেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আল্লামা মুফতি জসীম উদ্দীন আলক্বাদেরী,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলার সভাপতি মাষ্টার খোরশেদুল আলম,ইসলামী ফ্রন্ট সমিতিরহাট ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জালালী, মাষ্টার নাছির উদ্দীন,অধ্যক্ষ মাওলানা শাহাবুদ্দীন,মুহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী,এস.এম নজরুল ইসলাম,জিয়াউদ্দীন বাবলু,সৈয়দ মোরশেদুল আলম,আবুল ফয়েজ রেজভী, তারেক আলম, নাছির উদ্দীন,আবদুর রহমান,হাসান কুতুবী,এরশাদ চৌধুরী, হেলাল উদ্দীন,নজিবুল হক আজাদ, মুহাম্মদ মানিক, মুহাম্মদ পারভেজ, আলাউদ্দীন, জামশেদ,এমদাদুল ইসলাম রকি, হামীম,নওশাদ,ইউসুফ রায়হান,মিছবাহ উদ্দীন,আব্দুল মান্নান,হান্নান শাহ, সাকিব, রিমন,নেওয়াজ,জয়নাল প্রমুখ
বক্তারা বলেন, ‘আজ পৃথিবীর মানুষ যেখানে একটু শান্তির জন্য দিকবিদিক ছোটাছুটি করছে, শান্তি নামের অশান্ত কড়াইয়ে উত্তপ্ত অনলে দগ্ধ হচ্ছে প্রতি নিয়ত। সেখানে একমাত্র শান্তির অগ্রদূত প্রিয়নবী হযরত মুহাম্মদ (দ.) এর জীবনাদর্শই নিশ্চিত করতে পারে কাঙ্খিত শান্তি নামের শ্বেত কপোতটিকে। সমগ্র বিশ্বের অনৈক্যের রজ্জুয় দোদুল্যমান, সকল ইসলাম বিরোধী অপশক্তির বিরুদ্ধে মুসলিম জাতিকে ঐক্যের মজবুত প্লাটফর্মে জড়ো করার দীপ্ত শপথ গ্রহণের মাস হলো মাহে রবিউল আউয়াল। তাই যথাযোগ্য মর্যাদায় এই মাসকে পালন করা প্রতিটি মুসলমানের ঈমানী দায়িত্ব। বক্তারা জশনে জুলুছ থেকে ফ্রান্স রাষ্ট্রীয় মদদে প্রিয়নবী হযরত মুহাম্মদ মোস্তফা (দঃ)’র শানে অবমাননাকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান করেন মিলাদ ক্বিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহ’র সুখ-সমৃদ্ধি কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।