
তাইজুল ইসলাম জুয়েল (ময়মনসিংহ)
২৬ জানুয়ারি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ট্রাকের ধাক্কায় এক প্রকৌশলীসহ সিএনজির দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।
রোববার সকাল সাড়ে ৮:২০ এর দিকে মুক্তাগাছা উপজেলার নতুনবাজারের গন্দফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম হারুন অর রশিদ। তিনি মধুপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী ছিলেন। নিহত আরেকজন হল নারী। তার বয়স আনুমানিক ৪৪- ৪৫ বছর। তবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মুক্তাগাছা থানার ওসি মো. আলী মাহমুদ বলেন, ট্রাকটি ময়মনসিংহ থেকে মুক্তগাছার দিকে যাচ্ছিল। উপজেলার নতুনবাজারের গন্দফপুর এলাকায় বিপরীতমুখী একটি সিএনজি ধাক্কা দেয় ট্রাকটি। এতে সিএনজি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হয়।এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রত আছে।
