
চুরি ছিনতাই মাদকরোধ ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে নগরজুড়ে কোতোয়ালি থানা পুলিশের মহড়া চলছে। পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে ময়মনসিংহ নগরবাসিকে দিবারাত্রি স্বাচ্ছন্দে ও শান্তিতে পথ চলা এবং নিজ নিজ বাসভবনে নিরাপদে বসবাস করার কঠোর উদ্দোগী হয়ে প্রতিদিন নগর জুড়ে পুলিশের বিশেষ মহড়া চলছে। পুলিশ সুপারের নেতৃত্বে কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার, ওসি ডিবি শাহ কামাল আকন্দ ও কোতোয়ালী মডেল থানার ১নং ফাঁড়ির ইনচার্জ দুলাল আকন্দ ও ২নং ফাঁড়ির অফিসার ইনচার্জ সহ থানা পুলিশের একাধিক সদস্যরা এই অভিযান চালিয়ে আসছে।
পুলিশের এই বিশেষ অভিযানে মোটর সাইকেল ও পুলিশের গাড়ী নিয়ে নগরীর গুরুত্বপূর্ন সড়ক ও অলি-গলি পাড়া, মহল্লায় টহল অভিযান পরিচালনা করছে। অভিযানকালে তখন নগরীর কৃষ্টপুর, ব্রাহ্মপল্লী, বাঘমারা, ব্রিজ মোড়, ব্রহ্মপুত্র নদের পাড়, মিন্টু কলেজ, নাটকঘরলেন পরিদর্শন করেন। পুলিশের এই উদ্দোগকে সাধুবাদ জানিয়েছেন নগরবাসি।