
(একতারা২০০০লিঃ) পক্ষ থেকে প্রতিবছরের মতো এবারও বিভিন্ন সামাজিক উন্নয়নে ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অবদান স্বরূপ “একতারা সম্মাননা স্মারক ২০২০” এ মনোনীত করা হয়েছে ১৫ জন গুণী মানুষকে। এই ১৫ জনের ভিতর নরসিংদী জেলার বেলাবো উপজেলার দুজন কৃতি সন্তান রয়েছে।
একতারা পরিবারের এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এবার করোনা পরিস্থিতি পর্যালোচনা করে আগামী ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হবে বলে জানিয়েছেন একতারা ২০০০ লিঃ এর চেয়ারম্যান নাছিমুল ইসলাম নাছিম। হাবিবুল্লাহ পাঠান (প্রত্নতত্ত্ব ও ঐতিহ্য সংরক্ষণে বিশেষ অবদান স্বরুপ।) মোঃ সুলায়মান খন্দকার (সফল শিক্ষক ও শিক্ষায় বিশেষ অবদান স্বরুপ।)
করোনা পরিস্থিতি পর্যালোচনা করেই, “একতারা সম্মাননা স্মারক” প্রদান অনুষ্ঠান আয়োজন করে, সম্মানিত গুণীজনদের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।