
বিয়ানীবাজার এর ভিন্নধর্মী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্পর্শ সোস্যাল মিডিয়া এর ৮ নং তিলপাড়া ইউনিয়ন শাখার ২১ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। স্পর্শ সোস্যাল মিডিয়ার সভাপতি এম, সাইফুর রহমান সাইফ ও সাধারণ সম্পাদক, পার্থ পাল দীপক এই অনুমোদন প্রদান করেন।
১০/১১/২০২০ইং, স্পর্শ সোস্যাল মিডিয়ার তিলপাড়া ইউনিয়নে যারা স্থান পেয়েছেন.. নবনির্বাচিত কমিটিতে
উক্ত কমিটিতে ১) ইমন আহমদকে -সভাপতি ও ২) তৌফিকুর রহমান রাব্বিকে – সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পণ করা হয়।
তাছাড়া এই কমিটিতে সহ-সভাপতি পদে -আবিদুল ইসলাম,
সহ-সাধারণ সম্পাদক পদে
-আশরাফুল ইসলাম,
সাংগঠনিক সম্পাদক পদে- তারেকুল ইসলাম,
সহ-সাংগঠনিক সম্পাদক পদে -এবাদ আহমদ, কোষাধ্যক্ষ পদে -রেদোয়ান হোসেন শাফি,
শিক্ষা সম্পাদক পদে – আদিল আহমদ,সহ-শিক্ষা সম্পাদক পদে- রুপন দাস, সাংস্কৃতিক সম্পাদক পদে – সালেহ আহমদ, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে -আতিকুর রহমান, সমাজসেবা সম্পাদক পদে- নাইম আহমদ, সহ-সমাজসেবা সম্পাদক পদে- কাশিম আহমদ, প্রচার সম্পাদক পদে- রেদোয়ান আহমদ, দপ্তর সম্পাদক পদে -রুহান খান, সহ-দপ্তর সম্পাদক পদে -আব্দুল্লাহ আল নোমান, ক্রীড়া সম্পাদক পদে মোস্তাক আহমদ, সহ-ক্রীড়া সম্পাদক পদে -সাহিদুল ইসলাম কামরান, সদস্য – ফাহিম আহমদ, সদস্য জুয়েল আহমদ, সদস্য জুবের আহমদ নির্বাচিত হয়েছেন।