
নরসিংদীর শিবপুর উপজেলায় এবার ৬৫ হেক্টর জমিতে আলু আবাদ হবে। প্রায় ৫০০ কৃষক আলু আমাদের জন্য ব্যস্ত সময় পার করছেন। ইতোমধ্যে প্রায় ৪০০ হেক্টর জমিতে আলু আবাদ করা হয়েছে। বাকি ৬১ হেক্টর জমিতে আলু আবাদের প্রস্তুতি নিচ্ছেন কৃষক। আলু একটি সুস্বাদু সব্জি,দৈনন্দিন জীবনে আলুর ব্যবহার অতুলনীয়,খাবারের মাঝে আলুর তরকারি না হলেই নয় ।প্রচুর মানুষের প্রিয় সব্জি আলু,
তবে এবার আলু বীজের দাম বেশি থাকায় বিপাকে পড়েছেন কৃষকরা। খোলা বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকা দরে। আর বিএডিসি কর্তৃক সরবরাহকৃত বীজ এখনো বাজারে ওঠেনি, বিএডিসি বীজ ডিলার মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, আগামী এক সপ্তাহের মধ্যে বীজ সরবরাহ করা শুরু হবে। বিএডিসি কর্তৃক সরবরাহকৃত আলুবীজের মান খুব ভালো বলে জানা গেছে। বিএডিসির সরবরাহকৃত ডায়মন জাতের আলু বীজ প্রতি কেজি ৪৭-৪৮ টাকা।
আলুর দাম এবার ভালো পাওয়ায় শিবপুরের কৃষকরা আলু আবাদে ঝুঁকে পড়েছেন। আলু আবাদের লক্ষ্যমাত্রা পূরণ এবং ফলন ভালো হলে শিবপুরের চাহিদা মেটানো সম্ভব হবে বলে জানা গেছে।
শিবপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন সাসেক বলেন, ‘উপজেলায় আলু আবাদ সবেমাত্র শুরু হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু জমিতে আলু আবাদ করা হয়েছে, বাকিটুকু আগামী এক মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করছি। আশা করছি আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে এবং আলুর ফলন ভালো হলে অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বাইরে রপ্তানি করা যাবে। আমরা কৃষকদের সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছি।’