
জামালপুর শহরে মাক্স পড়ার প্রবণতা কমে যাওয়া ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। আজ বুধবার সকালে শহরের বিভিন্ন পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনুল আবেদীন এর নেতৃত্বে পুলিশ ও র্যাব এ অভিযান চালায়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনুল আবেদীন জানান, সরকারী বিধি নিষেধ অমান্য করে মাক্স না পরায় ৮ ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।