
রামুর গর্জনিয়াতে বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার ইউনিয়ন পরিষদের সামনে কেক কেটে ও বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন গর্জনিয়া ইউনিয়ন যুবলীগ ও নয়টি ওয়ার্ডের যুবলীগ।
এ সময় বাংলাদেশ আওয়ামীলীগের গর্জনিয়া ইউনিয়ন শাখার সভাপতি জনাব ফরিদ চৌধুরী,গর্জনিয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব সৈয়দ নজরুল ইসলাম, গর্জনিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাফেজ আহামদ সহ ইউনিয়নের সকল নেতাকর্মীরা।
এর আগে সকালে যুবলীগের দলিয় পতেকা উত্তোলন করেন নেতৃবৃন্দরা। পরে ধারাবাহিক ভাবে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সুচনা ও বৃক্ষরোপন কার্য়ক্রম করেন। এ সময় ইউনিয়নের সাবেক ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গর্জনিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাফেজ আহামদ বলেন আমাদের অভিভাবক কক্সবাজার -৩ আসনের জনপ্রিয় এমপি ও গরীব দুঃখি মানুষের পরম বন্ধু মাননীয় এমপি সাইমুম সরওয়ার কমল মহোদয়ের সহযোগীতা ও পরামর্শে গর্জনিয়া ইউনিয়ন যুবলীগ এগিয়ে যাচ্ছে। সকল নেতাকর্মীদের পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।