
মোঃ রিফাত ইসলাম, মাদারীপুর জেলা প্রতিনিধি ‘
শিবচরবাসীর মাঝে মোবাইল সেবা ছড়িয়ে দিতে গ্রামীণফোন তাদের সেবাকেন্দ্র নিয়ে এসেছে। আজ সোমবার বিকেলে নগরীর ইলিয়াস আহমেদ চৌধুরী পৌর সুপার মার্কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উৎসব মুখর পরিবেশে এর উদ্বোধন ঘোষণা করেন গ্রামীণফোনের খুলনা বিজনেস সার্কেল হেড, জনাব মোহাম্মদ আওলাদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণফোনের সেবা নিতে এখন আর ফরিদপুর বা ঢাকা যেতে হবেনা। অধিকতর সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়েই এখানে সেবাকেন্দ্র চালু করা হয়েছে বলে জানান গ্রামীণফোনের কর্মকর্তারা।
অনুষ্ঠানের শোভা বর্ধন করতে আরো উপস্থিত ছিলেন, বরিশাল রিজিওনাল হেড জনাব মোহাম্মদ ফাহিম ইসলাম, সার্কেল রিটেইল হেড, জনাব মুহাম্মদ নুরুল আমিন সরকার, মাদারীপুর এরিয়া ম্যানেজার, জনাব মো: জিয়াউল হক, সার্কেল ফ্র্যাঞ্চাইজ ম্যানেজার, জনাব শামীম আহসান, সার্কেল মার্কেট কমিউনিকেশন হেড, বিপুল সাহা; বরিশাল জিপিসি সেন্টার হেড, মো: আল মামুন সানাউল হক, শিবচরের সিনিয়র টেরিটোরি ম্যানেজার, জনাব সালাউদ্দিন মোঃ তারেক, শিবচরের গ্রামীণফোন সেন্টারের সত্তাধিকারী জনাব মোঃ মোস্তাফিজুর রহমান ও শিবচরে গ্রামীণফোনের অনুমোদিত পরিবেশক আহসান হাবিব সোহেলসহ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গ্রামীণফোন সেন্টার শিবচর থেকে গ্রাহকরা বন্ধুত্বপূর্ণ পরিবেশে গ্রামীণফোনের সকল সেবা গ্রহন করতে পারবেন। পাশাপাশি এখান থেকে গ্রামীণফোন অফারের সিম, হ্যান্ডসেট, মডেম, রাউটার, ইন্টারনেট ও ডিজিটাল প্রোডাক্ট সহ নতুন নতুনসেবা গ্রহণ করতে পারবেন
