
চট্টগ্রাম জেলার সাতকানিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের সাইফুল ইসলামের উপর অপপ্রচারের অভিযোগ করেছেন একই এলাকার সালাউদ্দীন সোহেল নামের একজন সমাজ কর্মী। তিনি বলেন সাইফুল ইসলাম এলাকার মধ্যে কিছু কিশোরকে সাথে নিয়ে গেং তৈরি করে আমার পরিবারের(সালাউদ্দীন সোহেলের পরিবার) সদস্যদেরকে প্রাণনাশের হুমকি এবং আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করে আমার(সালাউদ্দীন সোহেলের) সম্মান হানি করছে।
উল্লেখ্য, সাইফুল ইসলাম হচ্ছে সাতকানিয়া পৌরসভা ২নং ওয়ার্ডের সামিয়ার পাড়া ৩নং গলির ঈদ্রীস মাষ্টারের ছেলে। তিনি বেশ কিছুদিন ধরে বিভিন্ন নেতার সাথে ছবি তুলে নিজেকে একজন নেতা দাবী করে আসছে। এমনকি নিষিদ্ধ পত্রিকা (বন্ধ পত্রিকা) “আমার দেশের” লঘু সম্মিলিত নিউজ খাটিং করে সমাজ কর্মী সোহেলের বিরুদ্ধে অপপ্রচার করে আসছে।
সালাউদ্দীন সোহেল স্বাধীন বাংলা ৭১ কে জানান আমি (সালাউদ্দীন সোহেল) একজন সমাজ কর্মী। আমি সমাজের সাধারন মানুষের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছি, যার ফলে সমাজে আমার জনপ্রিয়তা বৃদ্ধি পাই।কিন্তু সাইফুল ইসলাম আামার (সালাউদ্দীন সোহেলের) জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করতেছে।এমনকি আমার মা-বোনদেরকে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে।
তার কাছে পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য থানায় অভিযোগ করছে কিনা সে সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমি (সালাউদ্দীন সোহেল) খুব শিঘ্রই প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করবো। আপনাদের(সংবাদের) মাধ্যমে প্রশাসনের কাছে আমার ও আমার পরিবারের নিরাপত্তা চাচ্ছি।