বাংলাদেশের অকৃত্রিম বন্ধু বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খালিফার ইন্তেকালে আগামী ১৭ নভেম্বর ২০২০ তারিখ মঙ্গলবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ০১ দিনের শোক পালন করা হবে।
এ উপলক্ষ্যে আগামীকাল মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর সকল ইউনিটে আগামীকাল জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে আদেশ প্রদান করা হয় এবং বাহারাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা এর রুহের মাগফেরাত কামনায় দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করার জন্য সম্মানিত ইমাম সাহেবগণকে অনুরোধ করা হয়েছে।