
গত ১৬ নভেম্বর (২০২০) সোমবার রাত ১০ টায় আল সুইক-স্হ অস্তায়ী কার্যালয়ে রাংগুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমান এর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ),ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন, প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আবু সেকান্দর নঈমীর সভাপতিত্বে ও মহাসচিব মুহাম্মদ এমরান হোসাইন পেয়ারুর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলোয়াত করেন সহ শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সচিব মুহাম্মদ তারেক ক্বাদেরী,ও ভাইস চেয়ারম্যান মাওলানা নাছের হোসাইন ক্বাদেরীর নাতে রসূল (দঃ) পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজসেবক আলহাজ্ব সাইদুল হক সাহেব।
উক্ত সভায় উদ্ভোধকের বক্তব্য রাখেন প্রবীণ সংগঠক ও শিক্ষানূরাগী,সম্মানিত উপদেষ্ঠা আলহাজ্ব কাজী মুহাম্মদ মফিজুল হক সাহেব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাইজভান্ডারীয়া মঈনীয়া আল মোছেনা শাখার সভাপতি আলমগীর ভান্ডারী ও সাহামের আল মেজাজ গাউসিয়া কমিটির সভাপতি হাজী আলমগীর। প্রধান বক্তার বক্তব্য রাখেন প্রবীণ সংগঠক ও সিনিয়র উপদেষ্ঠা আলহাজ্ব মনির আহমদ সাহেব। বিশেষ বক্তার বক্তব্য রাখেন মাওলানা মুবিনুল হক আলকাদেরী।
বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান।
সভায় আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান হাজী আব্দুস সালাম সওদাগর সাহেব ও মাওলানা নাছের হোসাইন ক্বাদেরী, সাংগঠনিক সচিব সাহাব উদ্দীন,যুগ্ম সাংগঠনিক সচিব মুহাম্মদ ইউনুস,প্রচার ও প্রকাশনা সচিব মুহাম্মদ হায়দার আলী,মিডিয়া সচিব শওকত আকবর মুন্না,সহ শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সচিব মাওলানা কাজী এরশাদুল লতীফ,সহকারী পরিকল্পনা বিষয়ক সচিব জাহেদ হোসেন, নির্বাহি সদস্য মোঃতারেখ হোসেন, মোঃআরিফ,মোঃমিজান প্রমূখ।
সংবর্ধেয় অতিথির ছিলেন ইসলাম ধর্মগ্রহণকারী সাতকানিয়ার ওমান প্রবাসী যুবক নও মুসলিম মুহাম্মদ ওমর ফারুখ, এবং দীর্ঘদিন স্বদেশ সফরে সাংগঠনিক বিভিন্ন কর্মসূচীতে প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ, করোনাকালিন সময় অগ্রনি ভূমিকা পালন করায় এবং নিজ কর্মস্হান ওমানে সহিলামতে ফিরে আসায় সিনিয়র ভাইস চেয়ারম্যান হাজী খলিলুর রহমান সাহেবকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
আরো সংবর্ধিত হন সংগঠনের সহ শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সচিব মুহাম্মদ তারেখ কাদেরী,তিনি অল্পদিনের মধ্যে স্বদেশে প্রত্যাবর্তন করবেন। সাংগঠনিক সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। একেবারে নিষ্কিয় দায়িত্বশীলদের পদবী শূন্য ঘোষণা করা হয় এবং সাংগঠনিক নিয়ম শৃংঙ্খলা রক্ষায় সর্বসম্মতিক্রমে বীজ্ঞ ও প্রবীণ ব্যক্তিদের সমন্বয়ে ৯জন বিশিষ্ট স্টান্ডিং কমিটি গঠণ করা হয়।
স্টান্ডিং কমিটির সদস্যবৃন্দঃ
★আলহাজ্ব কাজী মুহাম্মদ মফিজুল হক
★আলহাজ্ব মুহাম্মদ মনির আহমদ
★আলহাজ্ব মুহাম্মদ সাইদুল হক
★আলহাজ্ব মাওলানা আবু সেকান্দর নঈমী
★আলহাজ্ব মুহাম্মদ খলিলুর রহমান
★হাজী মুহাম্মদ আব্দুস সালাম সওদাগর
★মাওলানা মুহাম্মদ নাছের হোসাইন কাদেরী
★মুহাম্মদ এমরান হোসাইন
★মুহাম্মদ লোকমান জিহাদী।
পরিশেষে দেশ,জাতী ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।