
আগামীকাল ২১ নভেম্বর সকাল ১১টায় চট্টগ্রাম পুরাতন রেলস্টেশন চত্ত্বরে (বটতল) এ চট্টগ্রামের কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নব নির্বাচিত তথ্য ও গবেষণা সম্পাদক, সাবেক ছাত্রনেতা মীর মোঃ মহিউদ্দীনের চট্টগ্রামে আগমন উপলক্ষে বিশাল গণ সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এতে চট্টগ্রাম উত্তর, দণি, মহানগর, চন্দনাইশ উপজেলা ও চন্দনাইশ পৌরসভা যুবলীগের সকল নেতৃবৃন্দসহ আওয়ামী পরিবারের সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, কেন্দ্রীয় যুবলীগ নেতা মীর মহিউদ্দিন ট্রেন যোগে দুপুর ১২টায় চট্টগ্রাম রেল স্টেশনে অবতরন করবেন। এতে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ সংবর্ধনা সভায় উপস্থিত থাকবেন।