
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে স্বাস্থ্য কর্মীদের ৬ দিনব্যাপী পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।উপজেলার ভাটারা, ডোয়াইল ও সাতপোয়া ইউনিয়নের ২য় ব্যাচের ২২জন স্বাস্থ্যকর্মী প্রশিক্ষণে অংশগ্রহন করেন।
আজ শনিবার (২১ নভেম্বর) সকালে ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলেভারী প্রোগ্রাম( সিসিএসডিপি) এর উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হল রুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মেডিকেল অফিসার ডাঃ অজিত কুমার সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামালপুর জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ সাজদা-ই-জান্নাত তনু।
এ সময় আরো বক্তব্য রাখেন, জামালপুর জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন পাঠান, সিসিএসডিপি’র সহকারী পরিচালক ডাঃ মোঃ রফিকুল ইসলাম তালুকদার, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হুমায়ুন কবীর তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গাজী মোহাম্মদ রফিকুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম প্রমূখ