
মুজিব শতবর্ষ উপলক্ষে লক্ষ্মীপুর পৌরসভাকে পরিচ্ছন্ন শহর হিসেবে রুপান্তরিত করতে মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে লক্ষ্মীপুর পৌর কর্তৃপক্ষ।
এ কর্মসূচির ধারাবাহিকতায় (আজ) রবিবার পৌর কর্মচারীদের সাথে নিয়ে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালত আঙ্গিনায় কোদাল ও ঝাড়– হাতে পরিস্কার-পরিচ্ছনতায় নামেন, পৌর মেয়র ও আওয়ামীলীগের প্রবীণ নেতা মুক্তিযোদ্ধা আবু তাহের।
এসময় গণমাধ্যমকর্মীদের মেয়র তাহের জানান, স্ব স্ব কার্যালয় পরিস্কার রাখতে সবাইকে উদ্বুদ্ধ করাসহ পরিচ্ছন্ন শহর গড়তে এবং করোনার ২য় ধাপ মোকাবেলায় এসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে লক্ষ্মীপুর পৌরসভাকে ইভটিজিং ও মাদক মুক্ত শহর হিসাবে গড়ে তোলার ঘোষণাও দেন পৌর মেয়র।
এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার প্যানেল মেয়র উত্তম দত্ত, কাউন্সিলর আবুল খায়ের স্বপন ও জেলা পরিষদ সদস্য মাহবুবুর রহমান ও নন্দদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজু আহম্মেদ সহ অনেকে।