
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ফটিকছড়ি উপজেলা দক্ষিণের ব্যবস্থাপনায় ফ্রান্সে প্রিয়নবী (দঃ)’র শানে অবমাননার প্রতিবাদ,পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন ও প্রতিনিধি সম্মেলন’২০ ধর্মপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ২০ই নভেম্বর রোজ শুক্রবার বিকাল ৩.০০টায় অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি এরশাদ চৌধুরীর সভাপতিত্বে ও নজিবুল হক আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য,পীরে ত্বরীকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মা.জি.আ) তিনি বলেন, ” নৈতিকতাহীন ছাত্র রাজনীতি দেশের জন্য হুমকি স্বরূপ, দেশ ও জাতির কল্যানে ছাত্রসমাজকে নৈতিক ও আদর্শের রাজনীতি চর্চা করতে হবে।”
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলা সভাপতি মাষ্টার খোরশেদুল আলম। প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মফিজুর রহমান। এতে আরো বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট নেতা মুহাম্মদ শাহজালাল,শহীদুল্লাহ কায়সার, আলী আকবর,মোতালেভ পারভেজ,হুমায়ুন কবির ফয়েজ,আলমগীর মামুন, তারেক আলম,নুরুল ইসলাম, শহীদুল ইসলাম,নাজিম রাশেদ,নুরুন্নবী,আব্দুল্লাহ নোমান,ওসমান,আফাজুর রহমান, ঈসমাইল মাহিন, জামশেদ,তুহিন তুষার,হাফেজ ফরহাদুল ইসলাম,মাহফুজ সিদ্দিকী প্রমুখ
সম্মেলনে বক্তারা ফ্রান্সে প্রিয়নবী (দঃ)’র শানে অবমাননার প্রতিবাদ জানান এবং দোহাজারীতে নিহত সেনাকর্মী সাজ্জাদের খুনীদের অবিলম্বে গ্রেফতারপূর্বক বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি দাবী জানান। পরে প্রতিনিধি সম্মেলনের কাউন্সিলর ছাত্রসেনা চট্টগ্রাম উত্তরজেলার সহ-সাংগঠনিক সম্পাদক সর্বসম্মতিক্রমে এরশাদ চৌধুরীকে-সভাপতি, আব্দুল্লাহ আল নোমানকে-সাধারণ সম্পাদক, হাফেজ ফরহাদুল ইসলামকে- সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২০২০-২১সেশনের কার্যকরী পরিষদ ঘোষণা করেন।