
জামালপুর শহরে দ্বিতীয় দফায় কোভিড-১৯ সংক্রমণরোধে জেলা প্রশাসান মাস্ক বিতরণ করেছে। আজ মঙ্গলবার ২৪শে নভেম্বর দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে দ্বিতীয় দফায় কোভিড-১৯ সংক্রমনরোধে শহরের ফৌজদারি মোড়ে সাধারন মানুষের মাঝে মাস্ক বিতরন করা হয়েছে।মাস্ক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ মো.কবীর উদ্দন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানাসহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
জেলা পুলিশ সুপার মো.দেলোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) জানান, দ্বিতীয় দফায় কোভিড-১৯ সংক্রমণরোধে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যৌথভাবে কাজ করছে। জনসচেতনতা ছাড়া কোভিড-১৯ সংক্রমণরোধ করা সম্ভব না। কোভিড-১৯ সংক্রমণরোধে সবাইকে অবশ্যই মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান, দ্বিতীয় দফায় কোভিড-১৯ সংক্রমনরোধে সকলকেই মাস্ক পড়তে হবে। কোভিড-১৯ সংক্রমণরোধে মাস্ক পড়ার বিকল্প নেই। সরকার ঘোষিত “নো মাস্ক, নো সার্ভিস” বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। জেলা প্রশাসনের উদ্যোগে মাস্ক বিতরন অব্যাহত থাকবে।এছাড়াও কারো যদি মাস্ক প্রয়োজন হয় তাহলে জেলা প্রশাসনের হট লাইনে ফোন দিলেই তার বাড়িতে পৌঁছে দেয়া হবে।