
প্রশান্ত মজুমদার (ভোলা) তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি-ভোলার তজুমদ্দিনে নাগরিক সমাজের প্রশ্ন ও সরকারি সেবা দানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জবাব দেওয়ার মাধ্যমে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার শম্ভুপুর ইউনিয়নে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ সরকারের গৃহীত জনমুখী পদক্ষেপের বিষয়ে আলোকপাত করেন বক্তারা।
মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটির বাস্তবায়নে এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ সরকার।
প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও সিডিএস এর কর্মকর্তা বাসুদেব গুহর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি অফিসার সিরাজুল ইসলাম, অনল দে, প্রধান শিক্ষক জামাল উদ্দিন, ইউপি সচিব মেজবাহ উদ্দিন, ইউপি সদস্য মৃনাল নন্দী সহ অন্যরা।