
হাঁটি হাঁটি পা পা করে দীর্ঘ এক বছর অতিক্রম করে দ্বিতীয় বছরে পদার্পণ করল দেশের অন্যতম অনলাইন পোর্টাল ও চ্যানেল স্বাধীন বাংলা ৭১। এক বছর পূর্তি উদযাপন উপলক্ষে গত ২৩ নভেম্বর বিকাল ৪.৩০ টায় রাঙ্গুনিয়া উপজেলার ইছামতী কমিউনিটি সেন্টারে বর্ষপূর্তি উদযাপন করেন স্বাধীন বাংলা ৭১ কর্তৃপক্ষ।
রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের কিছু তরুণ যুবক জনস্বার্থে কাজ করার মানসে তাঁরা ইউনিয়ন ভিত্তিক কাজ করে আসছিল। পরে তাঁরা সারাদেশ ব্যাপী কাজ করার উদ্দেশ্যে ২০১৯ সালের ২৩ নভেম্বর স্বাধীন বাংলা ৭১ নামকরণ করেন।
বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাক্ষিক রূপালী রাঙ্গুনিয়া পত্রিকার সম্পাদক কলামিস্ট এনায়েতুর রহিম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাধীন বাংলা ৭১ চ্যানেলে সম্পাদক সৈয়দ মুহাম্মদ আবুল মনসুর।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চ্যানেলের বার্তা সম্পাদক কাজী জাহেদুল হক, পরিচালক মুবিনুল হক বাবর, পরিচালক মুহাম্মদ সাজ্জাদ হোসেন, নিজস্ব প্রতিনিধি শাকিল আহমেদ, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি আব্দুল্লাহ আল লোকমান, মুহাম্মদ তৈয়বুল হক সজীব, যুবলীগ নেতা রাজিব, ওসমান তালকদার, ছাত্রলীগ নেতা রাসেল রাশু, খোরশেদ আলম প্রমূখ। পরে চ্যানেলের লোগো সম্বলিত কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি হয়।