
জামালপুরের ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োগ বিধি সংশোধনের দাবীতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে স্বাস্থ্যকর্মীরা। আজ বৃহস্পতিবার সকালে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই কর্মসূচী পালিত হয়
বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট ও হেলথ ইন্সপেক্টর এসোসিয়েশন ইসলামপুর উপজেলা শাখা এই কর্মবিরতি ও অবস্থান কর্মসূচীর আয়োজন করে। দাবী বাস্তবায়ন পরিষদের স্বাস্থ্য পরিদর্শক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন ইসলামপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান ,স্বাস্থ্য পরিদর্শক মনোয়ারা খাতুন, স্বাস্থ্য সহকারি এমরান খান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন চাকরি বিধি সংশোধনের মাধ্যমে গ্রেড উন্নয়ন করে পদোন্নতির পথ সুগম করতে হবে। স্বাস্থ্য পরিদর্শকদের ১১ তম গ্রেড, সহকারি স্বাস্থ্য পরিদর্শকদের ১২ তম গ্রেড এবং স্বাস্থ্য সহকারিদের ১৩ তম গ্রেড প্রদানের দাবী জানান। দাবী আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি চলবে বলে জানান বক্তারা।