
মুক্তি পেলো জনপ্রিয় কন্ঠ শিল্পী আল মামুনের সাত রাজার ধন
গানের কথা লিখেছেন ও সুর করেছেন: প্লাবন কোরাইশি
মিউজিক কম্পোজিশন করেছেন: মহিদুল হাসান মন মডেলিং : সারাকা মজুমদার ও অর্ক, ভিডিও ডিরেক্টর : মোহন ইসলাম গানটি এমআর বেস্টমিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পায়।
গানটির বিষয় নিয়ে শিল্পী আল মামুনের সাথে কথা বললে তিনি
আমাদের কে জানান, আমি গান গাইতে খুব পছন্দ করি যতদিন আল্লাহ আমাকে বাচিয়ে রাখবেন ততদিন গানের মাজেই বেচে থাকতে চাই,,আর আমার গানের স্রোতা দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাই আপনারা আমার গান ভালবাসেন বলেই আমি গান গাইতে পারি,, সবার দোয়া চাই,,
leave your comments