চট্টগ্রামের রাউজানে শান্ত রায় (২০) নামে এক কলেজ ছাত্রকে মাথা পাঠানোর ঘটনায় করা মামলার আসামী সনজয় কুমার দে (৩৭) স্বেচ্ছায় আত্মসমর্পণপূর্বক জামিন চাইলে বিজ্ঞ আদালত তাকে আটক করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আজ বুধবার বিকাল ৩টায় চট্টগ্রাম আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন হাকীমের আদালত এ নির্দেশ দেন। আটক সনজয় কুমার দে রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুলতান পুর গ্রামের বাসিন্দা আশীষ কুমার দে’র ছেলে।
জানা যায়, গত ৩০ ডিসেম্বর কলেজ ছাত্র শান্ত রায়কে মাথা ফাটানো ও শারীরিক নির্যাতনের ঘটনায় প্রতিবেশীদের করা ৯৯৯ এ কল পেয়ে আহত কলেজ ছাত্র শান্ত রায়কে উদ্ধার করে মেডিক্যালে প্রেরণ করেন পুলিশ। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর গত ৯ জানুয়ারী কলেজ ছাত্রের বাবা প্রদীপ কুমার দে বাদি হয়ে রাউজান থানায় মামলা (মামলা নং-৪, তাং-০৯-০১-২০২০ইং) করেন।
সনজয়কে কারাগারে প্রেরণের আদেশ প্রসঙ্গে কলেজ ছাত্র শান্ত রায়ের পক্ষের আইনজীবি অ্যাডভোকেট মো. মাহাবুবুল ইসলাম বলেন, কলেজ ছাত্রকে মাথা ফাটানোর বিষয়ে করা মামলার আসামী সনজয় চট্টগ্রাম আদালতের হেলাল উদ্দিন হাকীমের আদালতে আত্মসমর্পণপূর্বক জামিন চাইলে বিজ্ঞ আদালত উভয় পক্ষের আইনজীবিদের বক্তব্য শুনে তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।