
ভোলা জেলার দৌলত খা থানার অন্তর্গত আলী নগর গ্রামে মোঃ সেলিমের ছেলে মোঃশাকিল (২৫) ৩লাখ ৮১হাজার টাকা আত্মসাৎ করে ধরাছোঁয়ার বাইরে রয়েছে। গত ৭ই (সেপ্টেম্বর) সোমবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কহ ৯৮৪২০৭৫ একশত টাকার ষ্ট্যাম্পে মোঃ সেলিম, শাকিল,সালমা বেগম সাক্ষী হয়ে ষ্ট্যাম্পে শর্তবলী অনুযায়ী ১৩ই সেপ্টেম্বর তারিখের মধ্যে ৩৮১০০০হাজার টাকা নগদে পরিশোধ করার কথা থাকলেও তাদের নাই কোনো সাড়া।বরং তারা কোথায় পালিয়ে বেড়াচ্ছে।
এ ব্যাপারে দাতা বেলাল হোসেনের ছেলে মেহেদী হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন– শাকিল আমার আপন খালাতো ভাই, আমার বাবা থেকে ৩লাখ ৮১হাজার টাকা নিয়ে কোথায় উধাও হয়ে গেছে,গত ১৩সেপ্টেম্বর টাকা দেওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলে নাই। তাদের কে কোনো হৃদয়বান ব্যাক্তি দেখে থাকলে এই নাম্বারে যোগাযোগ করার জন্য বীনিত অনুরোধ রহিলো ০১৯৯২১০৪৬০২
স্থানীয় সূত্রে জানা যায়,পালাতক সেলিমের ছেলে শাকিল বাকলিয়া থানায় চরচাক্তাই ১৯নং ওয়ার্ড, মিয়াখান নগর, (মস্কট টাওয়ার) আব্দুল হাদী মিয়া সড়কে দীর্ঘদিনধরে বসবাসরত ছিলেন,হঠাৎ তারা বাসা ভাড়া না দিয়ে পালিয়ে কোথায় চলে যাই। এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করলে মোঃ শাকিল ও তাঁর স্ত্রীর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।