
কক্সবাজার সদর টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ২নং নম্বর ওয়ার্ডের মৌলভীবাজার এলাকায় সীমান্ত সড়ক ও বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় পলিথিন, টিন কিংবা বেড়া দিয়ে ২৮ পরিবারের বাস বিতরণকারী ডিসি মহোদয় । রোদ, বৃষ্টি, ঝড়ে অসহায় তাদের জীবনের সাথে যুদ্ধরত।
ভূমিহীন ও গৃহহীন এই ২৮ পরিবারের সুখের উপলক্ষ হয়ে এসেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ তারা ঘর পাচ্ছেন সরকার এর পক্ষে থেকে। প্রাকৃতিক দুর্যোগে আর সহায়সম্বলহীন হয়ে পড়তে হবে না তাদের জীবনে । নির্মাণাধীন এই ২৮ টি ঘরের কার্যক্রমের অগ্রগতি আজ পরিদর্শন করা হয়েছে।
উপকারভোগীদের হাসি মাখা মুখগুলোই আমাদের কাজের শক্তি যোগায়। মুজিববর্ষে বাংলাদেশে কেউ গৃহহীন থাকবে না – মাননীয় প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়নে জেলা প্রশাসন কক্সবাজার বদ্ধ পরিকর।