
রাঙামাটি থেকে বিপুল পরিমাণ গোলাবারুদসহ দুই অবৈধ অস্ত্রব্যবসায়ী গ্রেপ্তার করেছেন র্যাব-৭।
আজ ১ ফেব্রুয়ারি, র্যাব-৭ সুত্রে, শুক্রবার দিবাগত রাতে তাদেরকে রাঙামাটি জেলার কোতোয়ালি থানাধীন ভেদভেদীস্থ পশ্চিম মুসলিমপাড়া এলাকা থেকে অবৈধ গোলাবারুদসহ মৃত মফিজুর রহমান পুত্র মোহাম্মদ হোসেন (৫৫), ও মমতাজ আহমেদ (৬২), সেই মৃত কালা মিয়া পুত্র। এই দুই অস্ত্রব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
এসময় তাদের কাছ থেকে ৩৮০ রাউন্ড ৭.৬৫ এমএম পিস্তলের গুলি, ৫ রাউন্ড শটগানের গুলি এবং ১০৯টি সীসা বল উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য যে, তারা এই গোলাবারুদগুলো রাঙামাটি থেকে সংগ্রহ করে চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছিলো।