
অতিমারির ভয় এড়িয়ে টলিউডেও প্রবল বেগে বিয়ের হাওয়া আসতেছে । আজ বিকাল , ৯ই ডিসেম্বর গৌরব চট্টোপাধ্যায়-দেবলীনা কুমারের বিয়ে হয়েছে ।আর ৪ ফেব্রুয়ারি সাতপাক ঘুরবেন নীল ভট্টাচার্য-তৃণা সাহা। এর মধ্যেই কি ফাঁক বুঝে বিয়ে সেরে নেওয়ার পরিকল্পনা করেছেন অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন
ইনস্টাগ্রামে শেয়ার হওয়া দুটো ছবি সে রকমই বলছে। প্রথমটিতে দিলে নীল-তৃণার সঙ্গে অঙ্কুশ-ঐন্দ্রিলা। সম্ভবত কোনও আইনক্সে ছবি দেখতে গিয়ে চার মূর্তি এক সঙ্গে নিজস্বী হয়। তৃণা আবার উড়ন্ত চুমু ছুঁড়েছেন। ক্যাপশনে লেখা বেশরমস অন্যরকম।যেয়ের আগেই সারাক্ষণ এক সঙ্গে কাটানোকে এই তকমা দিলেন নাকি জোড়া যুগলে