
সার্বভৌমত্ব রক্ষা পরিষদ (সরপ) এর প্রতিষ্ঠাতা মোঃ আবু সাঈদ মিয়া, আহবায়ক সুভাষ দাস, এবং যুগ্ন-আহবায়ক মোঃ দিলদার হোসেন এর যৌথ স্বাক্ষরে বিলাইছড়ি উপজেলায় মোঃ রেজাউল করিম রনি কে আহ্বায়ক এবং মোহাম্মদ শহিদুল ইসলামকে সদস্য সচিব করে 11 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
উক্ত কমিটিতে স্থান পাওয়া অন্যরা হলেন মোঃ জাকির হোসেন- যুগ্ম আহবায়ক, মোহাম্মদ নাসির হোসেন -যুগ্ম আহ্বায়ক, মোহাম্মদ দাউদুল ইসলাম -যুগ্ম আহ্বায়ক, মোহাম্মদ ইউসুফ -সদস্য, মোহাম্মদ মনির -সদস্য, মোহাম্মদ আবদুল কাদের -সদস্য, মিলন জয় তনচংগ্যা -সদস্য, মোহাম্মদ ইব্রাহিম -সদস্য, এবং মোহাম্মদ জসিম -সদস্য।