
সংস্কারের অভাবে করুণ দশা নরসিংদী জেলার বেলাব উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তাটি। প্রাচীন ঐতিহ্যবাহী পোড়াদিয়া বাজার হতে দীর্ঘ ৭ কিলোমিটার রাস্তাটি চরম করুণ দশা। গোটা রাস্তায় পিচের আস্তরণ উঠে অংসখ্য খানাখন্দ তৈরি হয়েছে। সাম্প্রতিক বর্ষণে ওই সব গর্তে পানি জমে প্রায় ডোবায় পরিণত হয়েছিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। যাতায়াত করাই দুষ্কর। গুরুত্বপূর্ণ এ রাস্তাটি পোড়াদিয়া বাজার সংলগ্ন পোড়াদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও চন্ডিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে পোড়াদিয়া ওয়াসিম উদ্দীন খান অনার্স কলেজ হয়ে চন্ডিপাড়া, টঙ্গীরটেক মোড়ের বাজার, বাঙ্গালগাঁও, চকমখোলা, ভাবলা গ্রামের মাঝ দিয়ে হাড়িসাংগান এসে বেলাব বাজার সড়কে সংযুক্ত হয়েছে।
ভাবলা থেকে হাড়িসাংগান এই ২.৫ কিলোমিটার রাস্তার অবস্থা খুবই করুণ। প্রতিদিন এই রাস্তা দিয়ে কমবেশী ১০ হাজারেরও বেশি মানুষ যাতায়াত করেন। চলে অংসখ্য ট্রাক, প্রাইভেট কার, মালবাহী গাড়ি-লড়ি, অটোরিকশা, সিএনজি, মোটরসাইকেল সহ অসংখ্য যানবাহন। এ অঞ্চলের মানুষের কৃষিপণ্য, সবজি ও ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল এ রাস্তায়ই বহন করা হয়।
খানাখন্দে ভরপুর রাস্তাটিতে হাসমেশাই ঘটছে ছোটখাট দুর্ঘটনা। বেহাল রাস্তাটি অবিলম্বে সংস্কারের দাবি তুলেছেন স্থানীয় মানুষজন। জনগণ ও ব্যবসায়ীদের অভিযোগ দীর্ঘ কয়েকবছর ধরে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের ব্যাপারে নেতৃবৃন্দ বা জেলা পরিষদ, স্থানীয় সরকার পূর্ত দফতরের কোনও হেলদোল নেই। অথচ এই রাস্তা ধারেই রয়েছে বেশ কয়েকটি প্রাথমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা স্কুল, স্বাস্থ্যকেন্দ্র ও অন্যান্য কার্যালয়।
প্রতিদিন তাই এই রাস্তা উপরই নির্ভর করেন হাজার হাজার বাসিন্দা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বেশ কয়েকবছর যাবত স্থানীয়, উপজেলা, জেলা নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট দফতরে আবেদন করেও এর কোন ফলাফল পাওয়া যায়নি। আসলে এ বিষয়টি নিয়ে কারও মাথাব্যথা নেই। দেখার কেউ নেই। হাড়িসাংগান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিন্টু চন্দ্র দাস ও বাদল খন্দকার বলেন ‘‘প্রতিদিন ভাবলা থেকে বিভিন্ন যানে শিক্ষক-শিক্ষার্থীদের স্কুলে যেতে হয়। সে যেন বিভীষিকা। রাস্তায় অসংখ্য গর্ত। যে কোনও সময়ে দুর্ঘটনার সম্ভাবনা থাকে।”এ গুরুত্বপূর্ণ রাস্তাটির বেহাল দশার কথা স্বীকার করেছেন পাটুলী ইউনিয়নের চেয়ারম্যান জনাব ইফরানুল হক ভূঁইয়া জামান । তিনি জানান, ‘‘রাস্তাটি মেরাতের জন্য ইতিমধ্যেই সংশ্লিষ্ট দফতরে আবেদন করা হয়েছে। আশা করছি শীঘ্রই এর সংস্কার কার্যক্রম শুরু হবে।” একই সুরে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর ভূঁইয়া বলেন, ” প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও ঠিকাদার নিয়োগের মাধ্যমে খুব শীঘ্রই রাস্তাটির কাজ শুরু হবে।” এ দিকে ভুক্তভোগীরা দাবি করেন, অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে সবাইকে সাথে নিয়ে আন্দোলনে নামা হবে।