
আঃজলিল, (যশোরজেলা)প্রতিনিধিঃ
যশোরের কেশবপুরের গড়ভাঙ্গায় সোমবার দিনব্যাপী ৮ দলীয় হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। গড়ভাঙ্গা পশ্চিমপাড়া যুব সংঘ কর্তৃক ওই হাডুডু খেলায় পাঁজিয়া, সাগরদত্তকাটি, মঙ্গলকোট, সারুটিয়া, পশ্চিম সারুটিয়া, মাদারডাঙ্গা, গোবিন্দপুর ও চুকনগর দল অংশগ্রহণ করে।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত ওই হাডুডু খেলা উপভোগ করার জন্য সকাল থেকেই দর্শকরা মাঠে হাজির হতে থাকে। যে কারণে করোনাকালেও ছিল উপচে পড়া ভীড়। কখনও দাঁড়িয়ে আবার কখনও বা বসে দর্শকরা এ খেলা আনন্দের সাথে উপভোগ করছেন। খেলায় সাগরদত্তকাটি ও পাঁজিয়া দল ফাইনালে মুখোমুখি হয়। ফাইনালে ১-০ গোলে জয় লাভ করে পাঁজিয়া দল চ্যাম্পিয়ন হয়।
গড়ভাঙ্গা বাজার ব্যাবসায়ী ও সমাজ সেবক রেজাউল করিম রেজার সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন, পাঁজিয়া ইউনিয়নের চেয়্যারমান শফিকুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি হিসেবে খেলা উপভোগ করেন, পাঁজিয়া ইউনিয়নের সাবেক চেয়্যারমান মকবুল হোসেন মুকুল, ইউপি সদস্য আব্দুল আহাদ আল বাহার, মহিলা ইউপি সদস্য কবরী বেগম, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাসব্যাপী হকি প্রশিক্ষক হাসান রনি, সাবেক মহিলা ইউপি সদস্য সালমা বেগম, ক্রীড়া সংগঠক শহীদুল।