
চট্টগ্রামের স্বনামধন্য সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রাঙ্গুনিয়া মডার্ন ব্লাড ডোনেশন ক্লাবের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব সচিব আলহাজ্ব এরশাদ মাহমুদ। ১৫ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ২ টায় উপজেলার ইছাখালী ইছামতী কমিউনিটি সেন্টারে পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে রাঙ্গুনিয়া মডার্ন ব্লাড ডোনেশন ক্লাবের ৫ম প্রতিষ্ঠার বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম শুরু হয়।
সংগঠনের প্রতিষ্ঠান এডমিন মুহাম্মদ শওকত ওসমানের সভাপতিত্বে ও কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক রবিউল মোস্তফা রবি’র সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সৈয়দ আবুল মনসুর, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী কমিটির সভাপতি এম.আর.মামুনুল হক। এতে আরো বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান বক্তা রাঙ্গুনিয়া উপজেলার স্কুল ম্যানেজমেন্ট কমিটির শ্রেষ্ঠ সভাপতি বদিউল খায়ের চৌধুরী লিটন, বিশেষ অতিথি রাঙ্গুনিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র (২) মুহাম্মদ লোকমান তালুকদার, বঙ্গবন্ধু শিশুকিশোর মেলা রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি সাঈদ মাহমুদ রনি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ইফতেখার হোসেন, মাষ্টার ইস্কান্দার মিয়া তালুকদার, মুহাম্মদ ওবাইদুর রহমান, আবু সায়েম, ডেন্টিস্ট শহিদুল ইসলাম সুমন, জাকেরুল ইসলাম চৌধুরী মুরাদ, নজরুল ইসলাম, মিজানুর রহমান চৌধুরী বাবু প্রমূখ।
বক্তারা বলেন, বর্তমানে সমাজের প্রতিবন্ধকতা কাটিয়ে উঠার জন্য বর্তমানে তরুণ এগিয়ে এসেছে তা কোনো প্রকার যুদ্ধের চেয়ে কম নয়। সংগঠনের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে প্রাণ পনে চেষ্টা চালিয়ে যেতে হবে। যারা রক্ত দান করে তারা কখনো নেশায় অভ্যস্ত হতে পারেনা, সমাজ বিরোধী কর্মকান্ডে লিপ্ত হতে পারেনা। সংগঠনের কর্মীদের উদ্দেশ্য করে বক্তারা বলেন, যাঁরা সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনে কাজ করছেন তাদের কারনে দেশ এগিয় যাচ্ছে এবং প্রত্যেকে যদি এই ধরনের সামাজিক সংগঠনের জন্য সদস্য সংগ্রহ করে তাহলে দেশ আরো সামনে এগিয়ে যাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এডমিন রফিকুল ইসলাম, সরোয়ার আজম, রাজ্জাক হোসেন রোকন, শহীদুল ইসলাম মুন্না, মিজানুর রহমান রাজু, আলমগীর হোসেন, এস এম রবিউল হোসেন, মোহাম্মদ সোলায়মান, জয়ন্ত চক্রবর্তী, আবু মনছুর, মাহমুদুল হাসান, মোহাম্মদ জুনাইদ বিন ইব্রাহিম, মো. সানজিম, মোঃ নয়ন, মোঃ সুজন, মোঃ ইমাম উদ্দিন, সালমা আক্তার, উম্মে সালমা সাইকা প্রমূখ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দদেরকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান, এতে অংশ নেওয়া চট্টগ্রামের প্রায় ৩৫ টিরও বেশী সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ও করোনাকালীন মানবতার কাজে বিশেষ ভূমিকা রাখায় গাউসিয়া কমিটি বাংলাদেশকে অত্র সংগঠন হতে সম্মাননা স্মারক প্রদান এবং ক্লাবের সকল সদস্যকে সংগঠনে বিশেষ অবদান রাখায় সনদ পত্র প্রদান করা হয়।পরে আগত অতিথিবৃন্দ দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ ও একজন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরন করা হয়।