
মোঃ নাজমুল ইসলাম (কুড়িগ্রাম) কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলায় যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন করা হয়েছে। রাজিবপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ৭:০০ ঘটিকায় বাংলাদেশ প্রেসক্লাব রাজিবপুর উপজেলা শাখার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, মুরাদুল ইসলাম মুরাদ সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব রাজিবপুর উপজেলা শাখা, তারিফুল ইসলাম তারা সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব রাজিবপুর উপজেলা শাখা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ডের বীর মুক্তিযোদ্ধারা ও বাংলাদেশ প্রেসক্লাব রাজিবপুর উপজেলা শাখার নেতাকর্মীরা। রাজিবপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে একাত্তরের বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি এক মিনিট নীরবতা পালন ও আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।