
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ভারতীয় মাদক ও ভারতীয় শাল চাদর সহ (০২) দুই জনকে আটক করা হয়।
(১৭ ডিসেম্বর) রাতে মেহেরগাঁও , মেইল পিলার ১৯৯৮ হতে ১০০ গজ বাংলাদেশর অভ্যন্তরে টল কমান্ডার গোলাম মোস্তফার নেতৃত্বে নিজস্ব গোয়েন্দা সিভিল সোর্সের মাধ্যমে তাদের আটক করা হয়।
অভিযানে আটককৃতরা হলেনঃ- উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রামের জহুর আলীর ছেলে সুজাত মিয়া (৩২) এবং একই গ্রামের আব্বাস আলীর ছেলে সাগর মিয়া (৩০)।
উপজেলার ধর্মগড় বিজিবি ক্যাম্পের কমান্ডার গোলাম মোস্তফা জানান, রাতে গোপন সূত্রে খবর পেয়ে ভারতীয় ৩৬ ফেনসিডিল ও ভারতীয় ৬ কেজি গাঁজা, এবং ভারতীয় শাল/চাদর এবং প্যান্ট সহ উল্লেখিত দুইজনকে আটক করা হয়।
আটককৃতদের বিরোদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।