
কেশবপুর উপজেলার ভোগতী-নরেন্দ্রপুর সরকারী প্রাথমিক মাছে মাঠে ৮দলীয় ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ভোগতী বন্ধু মহল তরুণ প্রজম্ম এর উদ্যোগে ১৮ ডিসেম্বর বিকেলে দোরমুটিয়া ফুটবল একাদশ বনাম কলেজপাড়া একাদশ এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ৮দলীয় ফটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কলেজপাড়া একাদশ চাম্পিয়ান ৫-১ গোলে দোরমুটিয়া একাদশকে পরজিত করে।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কেশবপুর ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জসিম উদ্দিন, ২নং ওয়ার্ডের কাউন্সিলর মশিয়ার রহমান, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা, সদর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আলা উদ্দিন আলা, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা, পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবু শাহিন, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাংকার আলা উদ্দিন খান বাবু, পৌর, ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মেহেরুনেসা মেরী, ২নং ভোগতী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, স্বেচ্ছা সেবক দলের নেতা রফিকুল ইসলাম। খেলায় সভাপতিত্ব করেন লুৎফর রহমান।
খেলার প্রথম দিকে দোরমুটিয়া একাদশ ১ গোল দিলেও। পরবর্তীতে কলেজপাড়া একাদশের টুটুল ২, পুষ্প ২ এবং তপুর ১ গোল মোট ৫টি গোল করেন। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন কলেজ পাড়া একাদশের পুষ্প, ম্যান অব দ্যা সিরিজ হয়েছেন তপু এবং টুর্নামেন্টের শ্রেষ্ঠ গোল দাতা হয়েছেন কলেজপাড়া একাদশের ফাইম। প্রধান অতিথির হাত থেকে চ্যাম্পিয়ান ট্রাপি গ্রহন করেন দলীয় অধিনায়ক নান্টু, টিম ম্যানেজার শাকিলুর রহমান, টিম এর অন্যান্য কর্মকর্তা শাওন, আব্দুল্লাহ এ্যাড. আলম, সেতু ও খাইরুল ইসলাম।