
লক্ষ্মীপুরের রায়পুরে হাঁস ও মাছ চাষ করে ব্যপক সফলতা পেয়েছেন বিল্লাল নামের এক খামারি, প্রাথমিকভাবে দুই হাজার হাঁস নিয়ে রায়পুর উপজেলার ৭ নং বামনী ইউনিয়ন ১ নং ওয়ার্ডে এক একর জমি নিয়ে খামার টি শুরু করেন রায়পুরের ব্যবসায়ী বিল্লাল হোসেন হাওলাদার। তার খামারে উৎপাদিত ডিমের চাহিদা রয়েছে বেশ। এসব হাঁস থেকে প্রাথমিক অবস্থায় প্রতিদিন তিনি দুই শত ডিম পান।
হাঁসের ডিম ও মাছের চাষকরে প্রতিমাসে আয় করছেন আনুমানিক লক্ষাধিক টাকা। বিল্লাল হোসেন জানান, আমার এই খামার আরো বড়করে গরু ও মুরগি পালন করব। বেকার যুবকদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করব। বিল্লাল এর হাঁসের খামারে ৪ জন লোক কর্মরত রয়েছে। প্রত্যন্ত এলাকার বিল্লাল এর হাঁস পালন দেখে উদ্যোগী হয়ে উঠছেন অন্যান্য বেকার যুবকরাও।