
জয়পুরহাটের পাঁচবিবির পাথরঘাটা তুলশীগঙ্গা নদী খননের সময় ১০টি কষ্টি পাথরের লক্ষী মূর্তি উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারনা মূর্তি গুলো দেখতে কষ্টি পাথরের তৈরী লক্ষী মূর্তির ন্যায় আকৃতি এবং উচ্চতা প্রায় ৩ ফিট । এক্সকেভেটর (ভেকু) দিয়ে নদী খননের সময় প্রথমে ১টি মূর্তি উদ্ধার হলে স্থানীয় ইউপি চেয়ারম্যান আ.স.ম সামছুল আরেফিন চৌধুরী আবুকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে চেয়ারম্যান স্থানীয়দের সহায়তায় সেটি উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসে জমা দেয় এবং খনন কাজ সাময়িক বন্ধ রাখে। পরে উপজেলা নির্বাহী অফিসার বরামান হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আবারও মাটি খননের কাজ শুরু হলে পর পর আরও ৯টি মূর্তি উদ্ধার হয়। নির্বাহী অফিসার পরে মূর্তি গুলো জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি অফিসে জমা দেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এম এম আশিক রেজা উপস্থিত ছিলেন।