
নরসিংদী জেলার কৃতি সন্তান বেলাব উপজেলা নারায়ণপুর ইউনিয়নের হোসেন নগর গ্রামের মেয়ে। বাছাই করা ১০ জন বিজ্ঞানীর একজন হয়েছেন বাংলাদেশি বিজ্ঞানী তনিমা তাসনিম অনন্যা।
যুক্তরাষ্ট্রের বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন ‘সায়েন্স নিউজ’ নামক বিজ্ঞানীদের এ তালিকা প্রকাশ করেছে।
সে কৃষ্ণনগর নিয়ে গবেষণার জন্য এই স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশি এই বিজ্ঞানী। তনিমা তাসনিম একজন জ্যোতি পদার্থবিদ। বর্তমানে যুক্তরাষ্ট্রের ডার্টমাউথ কলেজের সঙ্গে তিনি যুক্ত আছেন।
একসময় ঢাকার বাসিন্দা বিজ্ঞানী তনিমা কৃষ্ণগহ্বরের পূর্ণাঙ্গ চিত্র এঁকেছেন। তাতে তিনি দেখিয়েছেন, কীভাবে কৃষ্ণগহ্বরগুলো বেড়ে ওঠে এবং পরিবেশে কী প্রভাব রাখে। কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে তিনি এ কাজ করেছেন।
তার বাবার নাম এম এ কাইয়ূম। তিনি ব্যবসা ও রাজনৈতিক পেশায়জড়িত।