
২৫ ডিসেম্বর, ২০২০ দুপুর ১ টায় কাতার সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন এর উদ্দোগে মহান বিজয় দিবস, কাতারের জাতীয় দিবস ও সংগঠনের প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেন সংগঠনটির প্রতিষ্টাতা সভাপতি ও উপদেষ্টা জনাব মুহাম্মদ দিদারুল আলম। স্থানীয় সময় দুপুর ১ টায় কাতার আল শাহানিয়াস্থ দোসরি পার্কে সংগঠনের বর্ণাঢ্য এই আয়োজনে সভাপতিত্ব করেন মুহাম্মদ দিদারুল আলম। সংগঠনের গত বছরের কার্যক্রমের উপর বার্ষিক প্রতিবেদন ও হিসাব উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ গিয়াসউদ্দীন।
অর্থ সম্পাদক মুহাম্মদ নাঈম নাহিদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ সরওয়ার আলম, মুহাম্মদ জসিম উদ্দীন ও কাতার বাংলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আকবর হোসেন বাচ্চু। এতে আলোচনায় অংশ নেন ফাউন্ডেশনের সিনিয়র সহ -সভাপতি মুহাম্মদ এরশাদুল আলম, সহ-সভাপতি মুহাম্মদ ওসমান গণি, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুহম্মদ মিজানুর রহমান, সহ-অর্থ সম্পাদক মুহাম্মদ নাজিম শাহ, ধর্মীয় সম্পাদক মাওলানা আরিফুর রহমান, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান সম্রাট, আন্তর্জাতিক সম্পাদক সাজ্জাদুল হক আরফান, নির্বাহী সদস্য কাশেম ফরায়েজি, মুহাম্মদ ফকরুল, মুহাম্মদ সুমন, শাহানিয়া শাখা সভাপতি মুহাম্মদ খোরশেদ, মুঘলিনা শাখা সভাপতি মুহাম্মদ ইব্রাহিম সহ প্রমুখ। অনুষ্টানে বিদায়ী সংবর্ধেয় অতিথি ছিলেন সংগঠনের কর্মকর্তা জনাব মুহাম্মদ জমির উদ্দীন।
বক্তারা কাতার সরকারের করোনাকালে নানা সচেতনতামূলক কর্মসূচীর ভূয়সী প্রশংসা করেন। এবং কাতারের মান্যবর আমির শেখ তামিম বিন হামাদ আল তানির নেতৃত্বে সমৃদ্ধ ও সফল কাতারের জন্য শুভ কামনা জানান। মহান বিজয় দিবসের আলোচনায় বক্তাগন প্রবাসী রেমিট্যান্স যোদ্বাদের জন্য দেশে ফিরে গেলে ভাতা কর্মসূচি ব্যবস্থার বিবেচনার অনুরোধ জানান বাংলাদেশ সরকারের কাছে।
সংগঠনের বর্ণাঢ্য প্রতিষ্টাবার্ষিকীর আলোচনায় গত করোনাকালীন সারাদেশব্যাপী সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনের ত্রাণ বিতরণের পাশাপাশি নানা সামাজিক কর্মসূচীতে সংগঠনের অবদানের কথা তুলে ধরেন। এবং দেশে বর্তমান শীতের প্রকোপ থেকে বাচতে ১ জানুয়ারী ২০২২ হতে সংগঠনের উদ্দোগে সারাদেশব্যপী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি ঘোষণা করেন।
অনুষ্টান জুড়ে সংগঠনের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদত শায়ের মুহাম্মদ আরমান ও সদস্য মুহাম্মদ ইসহাকের কন্ঠে হামদ, নাতে মুস্তাফা দঃ এর পরিবেশনা অনুষ্টানকে আরো প্রাণবন্ত করে তুলে।
সর্বশেষ বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি থেকে উত্তোরণে মহান রাব্বুল আলামীনের দরবারে ফরিয়াদ, মিলাদ ও মোনাজাতের মাধ্যমে অনুষ্টান সমাপ্ত হয়।