
জয়পুরহাটের পাঁচবিবির কলন্দরপুরে মুজিব শত বর্ষ উপলক্ষে ১২ জন ভূমিহীন পরিবারের মাঝে ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। দূর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ ও ২য় পর্যায় প্রকল্পের কাজের উদ্বোধন আজ রবিবার বিকেলে আটাপুর ইউনিয়নের কলন্দরপুর গ্রামে ভূমি ও গৃহহীনদের ঘর নির্মাণ কাজের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন, সহকারী কমিশনার (ভূমি) এম.এম আশিক রেজা, উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূরে-ই-শেফা, আটাপুর ইউপি চেয়ারম্যান আ.স.ম সামছুল আরেফী চৌধুরী আবু, পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক (অব:) আজাদ আলী প্রমুখ। প্রত্যেকটি পরিবারের ঘর নির্মাণে জন্য বরাদ্দ ধরা হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা।