
সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন বলেন, ‘বঙ্গবন্ধু মানুষের কষ্ট দেখলে কাঁদতেন, ডাক্তারি পেশায় আছেন, সঠিক সেবা টুকু দিন।’ মানুষ আপনাদের উপর নির্ভরশীল। অত্যন্ত বিশ্বাষের সাথে তারা আপনাদের কাছে সেবা নিতে আসে। তাদের বিশ্বাষের মর্জাদাটুকু রাখুন। গতকাল বিকেলে শার্শা উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য সেবার উন্নয়নের জন্য ব্যাপক কর্মসুচি হাতে নিয়েছে। যার উজ্জল দৃষ্টান্ত করোনা সময়কাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে চিকিৎসকরা যেমন মানুষের সেবা করেছে তেমনি আগামিতে সেবা অব্যাহত রেখে জনগনের পাশে থাকবে এটাই আমাদের প্রত্যাশা।
আরো বলেন, সেবার মানোন্নয়নের জন্য আমাকে যদি প্রয়োজনে লাগে বলবেন, আমি এবং আমার শার্শার জনগন আপনাদের সহযোগীতার জন্য সকল সময় নিয়োজিত থাকবে। প্রয়োজনে সরকারী কর্মকর্তা কর্মচারির পাশাপাশি সেচ্ছাসেবক নিয়োগ দেয়া হবে। একই সাথে ধনাঢ্য ব্যক্তিদের স্বাস্থ্য খাতে অংশ নিয়ে মানুষের পাশে দাড়ানোর আহবান জানাচ্ছি। এ সময় আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শার্শা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন, সাধারন সম্পাদক আলহাজ নুরুজ্জামান, যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, চেয়ারম্যান সোহারাব হোসেন প্রমুখ।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ-উদ-দৌলা অলোক, শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, সাপ্তাহিক গ্রামের সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল মুন্নাফ, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, ছাত্র নেতা আল-আমিন রুবেল প্রমুখ।