
আজ ৩০ ডিসেম্বর,একাদশ সংসদ নির্বাচনের দ্বিতীয় বছর,এইদিনে বাংলাদেশ আওয়ামীলীগ বিপুল সংখ্যক সংসদের আসন পেয়ে বিজয়ী হন,ফলে এইদিনটিকে বাংলাদেশ আওয়ামীলীগ গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করছে। এ উপলক্ষে নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামীলীগসহ সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের আয়োজনে সকাল ১১টায় বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলের নেতৃত্বদেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি, আলহাজ্ব জনাব হারুনুর রশীদ খান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল। মিছিলটি উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ গেট চত্ত¡রে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়।
মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান ভুলু মাস্টার, সহ সভাপতি আব্দুল হাই মাস্টার, যুগ্ম সম্পাদক বিনয় কৃষ্ণ গোস্মামী, আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, প্রচার সম্পাদক ফজলে রাব্বি খান, শিবপুর পৌর আওয়ামীলীগের সভাপতি খোকন ভূঁইয়া, সাধারণ সম্পাদক ফারুক খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক তাপসী রাবেয়া,জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান জনাব নাদিম সরকার সহ উপজেলার আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী রা