
প্রতিবেদক,কুমিল্লা মোঃসাইদুর রহমান– ৩০ ডিসেম্বর ২০২০ খ্রি বুধবার ৬ ষ্ঠ ও ৯ ম শ্রেণীর ভর্তি লটারি স্থগিত হয়। উচ্চ আদালতে রিটের পরিপ্রেক্ষিতে আবেদনের সময় বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে স্থগিত হওয়া ভর্তির লটারি হবে ১১ জানুয়ারি ২০২১খ্রি।এবং সারাদেশে সরকারি স্কুলগুলোতে ভর্তিতে বয়সের বাধা কাটল। বয়স কয়েকদিন কম থাকায় যেসব শিক্ষার্থী আবেদন করতে পারেননি তাদের আবারও আবেদনের সুযোগ দেয়া হয়েছে। একই সাথে সরকারি স্কুলের আবেদনের সময় ৭দিন বাড়ানো হয়েছে। আজ ৩১ ডিসেম্বর বিকেল ৫টা থেকে ৭ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত সারাদেশের সরকারি স্কুলগুলোতে অনলাইন আবেদনের সুযোগ পাবেন।
অন্য দিকে ২৯ ডিসেম্বর ২০২০ খ্রি বুধবার দুপুর ২ টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন। করোনা পরিস্থিতি অনুকূলে আসলে আগামী জুন /জুলাই মাসে এসএসসি / এইচ এসসি পরীক্ষা নেয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন। একইভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদেরও সীমিত পরিসরে ক্লাসে ফিরিয়ে এনে পরীক্ষার জন্য প্রস্তুত করা হবে। উচ্চমাধ্যমিক পর্যায়ের জন্যও এনসিটিবি সংশোদিত সিলেবাস করছে। ১৫ ও ৩১জানুয়ারির মধ্যে তা প্রকাশ করা হবে (এসএসসি / এইচ এসসি)। তিনি আর বলেন ফেব্রুয়ারিতে স্বাস্থ্য বিধি মেনে স্কুল খুলার কথা ও ভাবা হচ্ছে এবং জানুয়ারি ১২ তারিখের মধ্যে শ্রেণী বিতিক ছাত্র ছাত্রীদের হাতে নতুন বই তুলে দিতে।