
এম.এ মামুন ( যশোর সদর উপজেলা প্রতিনিধিঃ)-যশাের ব্লাড ব্যাংক স্বেচছাসেবী সংগঠনের পক্ষ থেকে কালেক্টরেট পুকুর পাড়ে ১২০ জন মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় এবং মধ্যরাতে পথচারী গরীব-দুঃস্থ লােকদের মাঝে কম্বল বিতরণ করা হবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা- রমজানুল ইসলাম পিন্টু, সভাপতি- মােঃ হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক মােঃ সােহাগ হােসেন, সহ সাধারণ-সম্পাদক- আল ফাহাদ, সাংগাঠনিক সম্পাদক- সাবিক হােসেন সাহস, অর্থ-সম্পাদক- দেব। রায়, সহ অর্থ-সম্পাদক মহিবুল ইসলাম, প্রচার সম্পাদক এম এম শাওন কবীর, সহ প্রচার-সম্পাদক- মেঘনাত হােসেন, রক্ত বিষয়ক সম্পাদক আশিকুর জামান, কার্যকরী সদস্য-রাশেদ খান, মিরাজ হােসেন, রহিমা খাতুন, বাইশ মিম, সুস্মিতা, অল রাব্বি, আল সাকিব, রাজ, রুবায়েত, আরিফুল ইসলাম, শাকিব সহ এছাড়া সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।