
সুজন রহমান টাঙ্গাইল প্রতিনিধি– জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধা মোঃ হাসেম আলীর উপর নৃশংস হামলা ও তার পরিবারের উপর নির্যাতনের প্রতিবাদে আজ ২জানুয়ারি, শনিবার সকালে টাঙ্গাইলের সন্তোষে বীরমুক্তিযোদ্ধাগণ ও সর্বস্তরের জনগণের সঙ্গে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ টাঙ্গাইল জেলা শাখার অংশগ্রহণে এক বিরাট মানববন্ধন অনুষ্ঠিত হয়।
একজন বীরমুক্তিযোদ্ধা ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ ইউনুছ আলী, বীরমুক্তিযোদ্ধা মোঃ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলার আহবায়ক সাজ্জাদুর রহমান খোশনবীশ, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর দৌহিত্র ইঞ্জিঃ হাসরত খান ভাসানী, বীরমুক্তিযোদ্ধার সন্তান তুহিন সিদ্দিকী, বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান বিএসসি এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বীরমুক্তিযোদ্ধার সন্তান আব্দুল আলিম। উক্ত মানববন্ধন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাসুম আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য যে, গত ২৭ ডিসেম্বর ৭১’এর চিহ্নিত রাজাকার মিজানুর রহমানের ভাই এবং সন্তানেরা হত্যার উদ্দেশ্যে বীরমুক্তিযোদ্ধা মোঃ হাসেম আলী ও তার পরিবারের উপর নৃশংস হামলা চালায়। পরে স্থানীয় জনগণ শারীরিকভাবে মারাত্মক আহত বীরমুক্তিযোদ্ধাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করেন।